দিনাজপুরের একটি জোড়া ব্রিজ চলাচলের অযোগ্য অবস্থায় ৩ বছর পার করলেও প্রশাসনের টনক নড়েনি। গত বন্যায় এ জোড়া ব্রিজ নির্মাণ শেষে উদ্বোধনের আগেই ভেঙে যায়। ওই অবস্থায় ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সাধারণ মানুষ দুর্ভোগ সহ্য করে দীর্ঘ পথ ঘুরে চলাচল করছে। তবে বর্ষার সময় দুর্ভোগ আরও বাড়ে।
শাখা গর্ভেশ্বরী নদীর উপর এ ব্রিজটি দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের হারগা গ্রামে। এতে দুর্ভোগে পড়েন সুন্দরবন ইউনিয়নসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ। ব্রিজটি সংযোগ স্থাপন করেছে দিনাজপুর সদর উপজেলার সঙ্গে কাহারোল উপজেলার কয়েক গ্রামের। তিন বছর পার হলেও মেরামত হয়নি ব্রিজটির। তবে ওইস্থানে নতুন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রিজটি নির্মাণ করবেন বলে জানান দিনাজপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
সুন্দরবন ইউপি চেয়ারম্যান অশোক কুমার রায় জানান, ব্রিজটি উদ্বোধনের আগেই বন্যার পানিতে বসে যায় এবং সংযোগস্থলের মাটি সরে যায়। তারপর থেকে ওই অবস্থায় পড়ে আছে। ব্রিজটির অভাবে দুই পাশের হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।
দিনাজপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ব্রিজটি ৫৬ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে ২০১৬-১৭ অর্থবছরের জুন মাসে শেষ করা হয়েছিল। কাজ শেষ করার পর এ অঞ্চলে প্রবল বন্যার কারণে ব্রিজটি ভেঙে যায়। তারপর থেকে এভাবেই পড়ে আছে। তবে ওখানে নতুন ব্রিজের জন্য প্রস্তাবনা দেওয়া রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার