কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেল করে পাচারের সময় সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে র্যাব-৭। মঙ্গলবার বিকেল তিনটার দিকে হারবাং এলাকায় চৌধুরী নূর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৭ এর একটি দল হারবাং এলাকায় চৌধুরী নূর ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় চট্টগ্রামগামী তিনটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামানোর সংকেত দেয় র্যাব সদস্যরা। কিন্তু তারা র্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর হরিণা গ্রামের আবুল কাশেমের দুই ছেলে মো. বেলাল উদ্দিন (২১) ও মো. হেলাল উদ্দিন (২২)। আর চরম্বা ইউনিয়নের আব্দুল বারীর ছেলে নুরুল আমিন (৩৩)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানায়, মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতরে ও নিজ হেফাজতে থাকা বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২৪ হাজার ৪৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা জানায়, তারা দীর্ঘ দিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছেন। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ২২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই