কক্সবাজারের চকরিয়ায় দুই খুচরা ইয়াবা বিক্রেতাকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন তাদের এ কারাদন্ডাদেশ প্রদান করেন।
দন্ড প্রাপ্তরা হলেন- চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের জালিয়া পাড়ার বাসিন্দা বশির আহমদ বহদ্দারের ছেলে মিসকাতুল ইসলাম (২৫) ও ৮নং ওয়ার্ডের ষ্টেশনপাড়ার বাসিন্দা বশির সওদাগরের ছেলে ওমর ফারুক (২২)।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে গোপন সংবাদ পেয়ে চকরিয়া থানার এসআই নুরে হুদা ছিদ্দিকীর নেতৃত্বে একদল পুলিশ চিরিঙ্গা মাতামুহুরী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেন। এসময় দুইজনের পকেটে ৮ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের কাছে উপস্থাপন করা হলে ম্যাজিস্ট্রেট ওই দুই ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার