শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা শহীদ মিনার মাঠ চত্বরে উপজেলা যুবলীগ আলোচনা সভা ও আনন্দ মিছিল করেছে।
এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক নাসির সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. ওহাব বেপারি, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌর সভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী।
বিডি প্রতিদিন/এমআই