ফরিদপুরের বোয়ালমারীতে পাঁচজন মোটরসাইকেল চালককে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে পৌর নতুন বাসস্ট্যান্ড এলাকায় তাদের এই জরিমানা করেন বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মারিয়া হক।
জানা যায়, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও গাড়ির কাগজ না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯ (চ) ধারায় চার জনকে ৫০০ টাকা করে ২ হাজার টাকা এবং মুখে মাস্ক না থাকার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪(২) ধারায় একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম মারিয়া হক জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই