বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির গোসল খানায় বালতির পানিতে পড়ে হিমু আকতারের (২) মৃত্যু হয়েছে। নিহত হিমু আকতার উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি মধ্যপাড়ার হেলাল উদ্দিনের মেয়ে।
সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হেলাল উদ্দিনের বাড়ির গোসলখানায় বালতির ভেতর পানি ভর্তি ছিল। তার মেয়ে হিমু আকতার পরিবারের অগোচরে গোসলখানায় ঢুকে বালতির পানিতে খেলা করছিল। এসময় বালতির পানিতে ডুবে গিয়ে হিমু আকতার অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হিমুকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিপন কুমার বলেন, শিশুটি পানিতে পড়ে মৃত্যুর পর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন