বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন। এসব পরিবারকে সরকারি খরচে একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে।
সোমবার দুপুর ১২টায় ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে ১০টি ভূমিহীন পরিবারের বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।
জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন করতে উপজেলার ১০টি ইউনিয়নে বেদখল সরকারি খাস জমি উদ্ধার করে সেখানে প্রথম দফায় ১০১টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রতিটি পরিবার দুটি ঘর, একটি রান্নাঘর এবং একটি ল্যাটিন ও বারান্দা বিশিষ্ট সম্পন্ন বসবাসের উপযোগী একটি করে বাড়ি পাবেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মথুরাপুর ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ সেলিম, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার।
আরও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, খায়রুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই