কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তাহের।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্ছু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, জেলা কৃষক লীগের দফতর সম্পাদক দীপক দাস।
বক্তারা কৃষক লীগের প্রতিটি নেতাকর্মীকে কৃষকদের পাশে থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলামের পরিচালনায় এতে আরো বক্তৃতা করেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মো. শাহাবুদ্দিন, উপজেলা যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন কবির, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, করিমগঞ্জ পৌর কৃষক লীগের আহ্বায়ক আব্দুল জলিল প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৫০ জন কৃষককে দুই কেজি করে হাইব্রীড হীরা ধান-৬ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি, উপজেলা কৃষক লীগের সিনিয়র সদস্য আজহারুল ইসলাম ফকির রতনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন