টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। সোমবার ভোর রাতে উপজেলার দমদমিয়া চেকপোস্ট ও খারাংখালী জাহাঙ্গীরের মাছের প্রজেক্ট সংলগ্ন নাফ নদীর তীর এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকার মৃত কাদির হোছনের ছেলে মো. ইলিয়াছ হোসেন (৪৮)।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি বলেন, নাফ নদী দিয়ে একজন ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা মাথায় করে উঠতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করে। পাচারকারী টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই বস্তাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। বস্তাটি উদ্ধার করে খুলে গণনা করে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
অপরদিকে একইদিনে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্টে একটি টহলদল নিয়মিত যানবাহন তল্লাশি পরিচালনা করছিল। জাদিমোড়া হতে টেকনাফগামী একটি সিএনজি চেকপোস্টের সামনে আসলে তল্লাশির জন্য থামানো হয়। সিএনজিটি তল্লাশিকালীন চালকের আচরণ সন্দেহজনক মনে হয়। তল্লাশির এক পর্যায়ে সিএনজির পিছনে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৩০ লাখ টাকার মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। মাদক পাচারে ব্যবহৃত সিএনজিসহ চালককে আটক করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা