বরিশালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে গণপ্রতিনিধিত্ব আদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলের সকল পর্যায়ে এক-তৃতীয়াংশ (৩৩ ভাগ) নারীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা নারী উন্নয়ন ফোরামের এই সভার আয়োজন করে।
উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় সোমবার দুপুরে বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সভার শুরুতে দেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন নারীনেত্রী রোকসানা বিবি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির সহসভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, জেলা বাসদ সহ-সভাপতি সাগর দাস, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হাদী, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বশরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ডালিয়া আক্তার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নারীনেত্রী, সংগঠক ও সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় বলা হয়, ১৯৯৭ সালে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ছিল ২২ ভাগ। বর্তমানে তা ৭.৫ ভাগে নেমে এসেছে। বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে বক্তারা রাজনৈতিক দল ও নির্বাচনে নারীর অংশগ্রহণ বৃদ্ধির অনুকূল পরিবেশ সৃষ্টির দাবি ওঠে সভায়। এছাড়া রাজনীতিতে অংশ নিতে নারীদের আরও সক্ষমতা সৃষ্টির উপর সভায় গুরুত্বারোপ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন