বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, পেশার বাহিরে দুরভিসন্ধিমূলক ভাবে লাভবান হওয়ার জন্য কোন অন্যায় বা খারাপ কাজ জায়েজ করার অপচেষ্টা কিংবা অগ্রহণযোগ্য কোন আচরণ বরদাস্ত করা হবে না। এ বিষয়ে মাঠ পর্যায়ে নিখুঁত দৃষ্টি রাখতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
সোমবার বরিশাল পুলিশ লাইন্স এর ড্রিল সেড মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভায় এই নির্দেশ দেন তিনি।
সভার শুরুতে বিএমপির সদ্য প্রয়াত সহকারী কমিশনার আনিসুল করিম স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সভায় ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তার মাঝে পুরস্কার বিতরণ ও অবসর জনিত বিদায় গ্রহণকারী সদস্যদের বিদায় সংবর্ধনা জানানো হয়।
সহকারী কমিশনার (বন্দর) শারমিন সুলতানা রাখির সঞ্চালনায় সভায় অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ- কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, উপ-কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-কমিশনার মো. মোকতার হোসেন, উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-কমিশনার মো. খাইরুল আলম, উপ- কমিশনার খাঁন মুহাম্মদ আবু নাসেরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন