পারিবারিক কলহের জের ধরে রাজবাড়ী জেলা প্রশাসকের ডাক বাংলোয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল বাবুল হোসেন (২৪) বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটলেও দুপুরে বিষয়টি জানাজানি হয়।
বাবুল হোসেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আগলাপাড়া গ্রামের আবুল কাশেম শেখের ছেলে। তার দুই স্ত্রী ও তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা যায়, রাত দুইটার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের বাসভবনের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল বিষপান করেন। পরে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলোহের জের ধরে বাবুল আত্মহত্যা করতে পারে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ