দিনাজপুরের বীরগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত লক্ষী রায় (২৫) বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের পূর্ব ডাকেশ্বরী গ্রামের বিশ্বনাথ রায়ে ছেলে, উজ্জ্বল রায় (২৮) একই গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে এবং পলাশ রায় (২৪) একই গ্রামের ভৈরব রায়ের ছেলে।
বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ-লাটের হাট সড়কের মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার মাদরাসা সংলগ্ন এলাকায় সোমবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জের সাতোর ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম শেখ জানান, সোমবার বিকেলে মোটরসাইকেল নিয়ে উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটের হাটে কালিপুজার দাওয়াত খেতে যায় লক্ষী রায়, উজ্জ্বল রায় এবং পলাশ রায়। বাড়ি ফেরার পথে মোহনপুর ইউনিয়নের বৈরাগী বাজার মাদরাসা সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় ৩ মোটরসাইকেল আরোহী। তাদেরকে উদ্ধার করে হাসাপাতলে নেওয়ার পথে রাতেই প্রফুল্ল রায় এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে লক্ষী রায় মারা যায়। মুমূর্ষু অবস্থায় পলাশ রায়কে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়। আহত পলাশ রায়কে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে মারা যান বলে নিশ্চিত করেন মোহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল হামিদ।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল মতিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার