গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাঁনপুর এলাকায় পানিতে ডুবে মতিউর রহমানের নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। তিনি হলেন কালিয়াকৈর উপজেলার চাঁনপুর এলাকার মৃত কচিমুদ্দিনের ছেলে মতিউর রহমান (৫৫)
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, উপজেলার চাঁনপুর এলাকায় মঙ্গলবার দুপুরে লৌহজং নদীতে মতিউর রহমান সাঁতার কেটে নদী পার হচ্ছিল। নদীর মাঝখানে এসে তিনি পানির নিচে ডুবে যান। পরে এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নদীতে উদ্ধার কাজ চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন