লক্ষ্মীপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াউটার দিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের চন্দ্রগঞ্জ সাদার ঘর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রায়পুর থেকেছেড়ে আসা চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্টো ব ১৪-৪৪৪৯) ঘটনাস্থলে এসে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার (নোয়াখালী-থ ১২-০৫০৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। সিএনজিতে থাকা ফল ব্যবসায়ী ও চালক ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চন্দ্রগঞ্জ থানার ওসি জসীম উদ্দিন দুই জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও নিহতদের নাম জানাতে পারেনি। তবে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার