নাটোর পৌরসভার এক কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ৪টি আরিসিসি ড্রেন নির্মাণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। এ সময় প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুমসহ কাউন্সিলর ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরসিসি ঢালাইয়ে ৪টি ড্রেন হলো অনিমা চৌধুরী অডিটোরিয়ার থেকে পিডিবি পর্যন্ত, অপরটি অনিমা চৌধুরী অডিটোরিয়াম থেকে নুরবাগ মসজিদ পর্যন্ত, প্রকাশের মোড় থেকে লিয়াকত ব্রিজ পর্যন্ত এবং গাউসের বাড়ি হতে আদিলের বাড়ি পর্যন্ত। পৌর মেয়র উমা চৌধুরী জলি জানান, কুয়েত সরকারের অর্থায়নে নাটোর পৌরসভার দুইটি প্যাকেজে ৪টি ড্রেন নির্মাণ কাজ শুরু করা হলো। এ কাজ সমাপ্ত হলে এলাকাবাসীর দুর্দশার লাঘব হবে।
বিডি প্রতিদিন/আল আমীন