টাঙ্গাইলের সখীপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব সার-বীজ বিতরণ করা হয়। উপজেলার ৭ হাজার ৫০ জন কৃষককে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর খেসারি ও টমেটোসহ ১০ ধরনের ফসলের বীজ দেয়া হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ.এইচ.এম লুৎফুুুল কবির, প্রমুখ বক্তব্য দেন। এসময় উপজেলার প্রায় তিন শতাধিক কৃষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল