নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহ পুরে চাঁদার দাবিতে যুবলীগের নেতা-কর্মীদের পিটুনিতে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত ১ জনকে গ্রেফতার করেছে।
সোমবার রাতে উপজেলার আমান উল্যাহ পুর ইউনিয়নে একেজি হাই স্কুলের সামনে ঘটনাটি ঘটেছে। আহত ব্যবসায়ী কফিল উদ্দিন (৩০) ওই ইউনিয়নের আইয়ূবপুর গ্রামের পন্ডিত বাড়ীর লকিয়ত উল্যার ছেলে এবং স্থানীয় আমান উল্যাপুরের শ্যামবাড়ী দরজার ক্ষুদ্র ব্যবসায়ী। অপরদিকে গ্রেফতারকৃত রায়হান (২৮) একই ইউনিয়নের অভিরামপুরের মোরশেদ আলমের ছেলে।
জানা যায়, যুবলীগের স্থানীয় নেতা জুয়েল, বাবু ও রায়হান ওই ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি করে আসছিল। কফিল উদ্দিন চাঁদা দিতে অস্বীকার করায় তারা তার উপর ক্ষিপ্ত হয়। রাতে বাজার থেকে বাড়ী যাওয়ার পথে আগে থেকে ওৎ পেতে থাকা যুবলীগের অভিযুক্তরা তাকে মটরসাইকেল যোগে অপহরণ করে স্যারের সাঁকু নিয়ে মুক্তিপণ দাবি করে। এসময় তার মোবাইল ফোন ও টাকা নিয়ে তাকে বেদড়ক পিটুনি দেয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় কফিল উদ্দিনকে উদ্ধার করে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে হাসপাতালে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, এঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ রায়হান নামক একজনকে গ্রেফতার করেছে। বাকী অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ