শিরোনাম
২৪ নভেম্বর, ২০২০ ১৭:৫৭

বড়াইগ্রামে হেল্থ ক্যাম্পে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা

নাটোর প্রতিনিধি

বড়াইগ্রামে হেল্থ ক্যাম্পে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা

নাটোরের বড়াইগ্রামে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগী মা ও শিশুদের নিয়ে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিষদ মিলনায়তনে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, কৃষি অফিসার শারমিন পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। হেল্থ ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইশরাত জাহান ইভা। পরে প্রধান অতিথি হেল্থ ক্যাম্পে আসা পৌর এলাকার পাঁচশ মা ও শিশুর হাতে খাবার স্যালাইন, সাবান ও বিস্কুটসহ স্বাস্থ্য সামগ্রী তুলে দেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর