গোপালগঞ্জের মুকসুদপুরে সুমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব শত্রুতার জেরে গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামের আলী খানের ছেলে ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র সুমন খান হত্যার আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফুলের পাড় গ্রামবাসীসহ প্রায় ৪ শতাধিক জনতা অংশগ্রহণ করে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, এই ঘটনায় কয়েকজন আসামি গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন