শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আওয়ামী লীগ রাজনীতি করে। আওয়ামী লীগ গণতন্ত্রের রাজনীতি করে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন। বাংলাদেশে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠার ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।
শনিবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মনোহরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক নাছিমা পারভিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি সরকার, সাধারণ সম্পাদক ইয়াছমিন আক্তার প্রমুখ।
সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তামান্ন আক্তার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন রুবি বেগম। এর আগে শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মনোহরদীর শুকুন্দিতে ৪০ জন গৃহহীন পরিবারের মধ্যে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/হিমেল