গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার রবিবার বিকেলে পৌরসভার ট্রেড লাইসেন্স না থাকায় কয়েকজন ব্যবসায়ী জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী।
তিনি জানান, ট্রেড লাইসেন্স না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে সফিপুর রেস্তোরা ও পাওয়ার সেভ ইলেক্টিক হাউসের প্রত্যেক মালিককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই অভিযোগে আব্দুল্লাহ প্যান্ট হাউস ও আবুল হোসেন প্যান্ট হাউসকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদুল আলম তালুকদার ও কালিয়াকৈর থানার এসআই রায়হান সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/আবু জাফর