পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৩ বছর উপলক্ষে পাহাড়ে হয়ে গেলো সম্প্রীতির নৌকা বাইচ।
বুধবার সকালে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে সেনা জোনের ব্যবস্থাপনায় এ নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
রাঙামটি শহীদ মিনার ঘাটে নৌকা বাইচ উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা নৌকা, সাপ্পান ও কায়াকের ৪টি দল অংশগ্রহণ করেন। পরে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা