শিরোনাম
৫ ডিসেম্বর, ২০২০ ২০:১০

নাটোরে কালীপূজা উদ্বোধনে ভারতীয় সহকারী হাইকমিশনার

নাটোর প্রতিনিধি

নাটোরে কালীপূজা উদ্বোধনে ভারতীয় সহকারী হাইকমিশনার

নাটোরে কালীপূজার উদ্বোধনে আসেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।

শনিবার দুপুরে শহরতলীর আমহাটি এলাকার ভাদদাঁড়া কালী মন্দিরে তিন দিনব্যাপী কালীপূজার উদ্বোধন করেন তিনি।

মন্দির কমিটির সভাপতি গণেশ ভট্টাচার্যের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অলক মৈত্র, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা পরিষদের সদস্য ও পূজা উদযাপন পরিষদের নেতা অ্যাডভোকেট মানসী ভট্টাচার্য মৈত্র। 
প্রধান অতিথি ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন মন্দির কর্তৃপক্ষ এবং একটি মানপত্র তুলে দেয়া হয় তার হাতে। পরে প্রদীপ জ্বেলে তিনি পূজার উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান মন্দিরের উন্নয়নকল্পে ৫ লাখ টাকা অনুদান প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর