ঘন কুয়াশার কারণে ঘণ্টাখানেক বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন