নানা কর্মসূচির মধ্য দিয়ে মানিকগঞ্জে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার দুপুরে হরিরামপুর উপজেলার পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ১৯৮৮ ব্যাচের আয়োজনে এই প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়।
অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াহেদুজ্জামান, সাবেক শিক্ষক জালাল উদ্দীন আহমেদ, সাবেক শিক্ষার্থী ও নাট্য অভিনেতা মাজনুন মিজানসহ অন্যনরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল