কুড়িগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে জেলা শহরের সিএন্ডবি মোড় এলাকায় জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এর আগে জেলা ছাত্রদল একটি র্যালি বের করতে চাইলে তাতে পুলিশ বাধা দেয়। পরে সেখানে আলোচনা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন