জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও র্যাব সেবা সপ্তাহ উপলক্ষে এতিমদের মাঝে র্যাব-১২ খাদ্য বিতরণ করেছে। শনিবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার মাদীনাতুল উলুম কাউমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পাঁচ শতাধিক এতিম শিশুর মাঝে এ খাদ্য বিতরণ করা হয়।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। খাদ্য বিতরণ অনুষ্ঠানে র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল হাসান গণি, র্যাব-১২ অন্যান্য অফিসার এবং মাদ্রাসা ও এতিমখানার সভাপতি শাহ্জামালসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন