কুড়িগ্রামে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পুরাতন হাসপাতাল পাড়াস্থ ডায়াবেটিস হাসপাতাল চত্বরে দুস্থ ও হতদরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্যবিভাগের সাবেক পরিচালক ডা. মাহফুজার রহমান মজনু।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ এর উদ্যোগে জেলার দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মো. সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আফতাব হোসেন ও কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন