বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন বলেই মিথ্যা অপবাদ উপেক্ষা করে সমালোচকদের মুখে চুনকালি মেখে পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নের গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যতদিন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় থাকবেন, ততোদিন দেশের অভূতপূর্ব উন্নয়ন অব্যাহত থাকবে। উন্নয়নের জন্যই দেশের জনগণও বার বার ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিচ্ছেন। অপরদিকে বিএনপি উন্নয়নের গণতন্ত্র ছেড়ে লুটপাটের গণতন্ত্র আকড়ে ধরায় দেশের জনগণ তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে ছুড়ে ফেলে দিয়েছে।
শনিবার জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত পৌর শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
জামালপুর পৌর শ্রমিক লীগের আহ্বায়ক মোজাম্মেল হকের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি মশিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, পৌর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবলা প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন