পটুয়াখালীর কলাপাড়ায় মো. আউয়াল হোসেন (২৬) নামের এক জেলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আউয়াল দু’দিন আগেই সাগরে মাছ ধরা অবস্থায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিল। মৃত আউয়াল হোসেন উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামের মো. শহিদুল মিয়ার ছেলে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মো. মাকছুদুর রহমান বলেন, স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
বিডি প্রতিদিন/হিমেল