পটুয়াখালীর কলাপাড়ায় অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে ছাত্রদলের কমিটি গঠন করার অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সন্মেলন করেছে একটি পক্ষ। শনিবার বেলা ১১ টার দিকে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা পৌরশহরের বিক্ষোভ মিছিল, মানববন্ধন করে। পরে তারা কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
এসময় ছাত্রদল নেতা মো.আমিরুল ইসলাম ফাহিম, মাসুদ রানা,মো.জহিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ইমরান অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, গত ২৭ ডিসেম্বর ছাত্রদল উপজেলা, পৌরশাখা ও কলেজ শাখার আহ্বায়ক কমিটি পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি, সম্পাদকের স্বাক্ষরে ঘোষণা করা হয়। যাতে অনিয়ম পরিলক্ষিত হয়েছে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে হয়েছে বলে তাদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। নতুন কমিটিতে বিবাহিত ও অছাত্রদের রাখা হয়েছে। যা সংগঠনের গঠনতন্ত্র বিরোধী। এতে ছাত্রদলের ত্যাগীদের বাদ দেয়া হয়েছে। তারা এ কমিটি বিলুপ্ত করে সকলের সমন্বয়ে নতুন কমিটি করার দাবি জানান।
এ ব্যাপারে পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি মো. শফিউর জানান, অনেকে পদ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। যদি ছাত্রদলের মধ্যে বিবাহিতরা প্রবেশ করে থাকে, তবে তাদের বিরুদ্ধে সংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির জানান, সংবাদ সম্মেলনে তার যা বলেছে তা আদৌ সত্য নয়। এটি সর্ম্পূন মিথ্য ও ভিত্তিহীন।
বিডি প্রতিদিন/হিমেল