একটি মুরগি মেরে ফেলার মতো তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা থেকে স্বামী ও ছেলেকে রক্ষা করতে গিয়ে লাঠির আঘাতে আহত গৃহবধূ নাসিমা বেগম (৪৫) মারা গেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাত ৯টার দিকে তার মরদেহ লাশ ঘরে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। নাছিমা বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের কুন্দিয়ালাপাড়া গ্রামের ইনসান শরীফের স্ত্রী। হামলায় আহত ইনসাফ শরীফকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় হামলাকারী রুশিয়া বেগমকে গতকাল শনিবার রাতে গ্রেফতার করে মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশ। ইনসান শরীফ জানান, গত ২৯ ডিসেম্বর তার একটি মুুরগি কে বা কারা মেরে ফেলে। এ নিয়ে বিরোধের জেরে তার বড় ভাই সুলতান শরীফ, ভাবি রুশিয়া বেগম এবং তাদের ৩ ছেলে জাকির, জলিল ও রাসেল ওই দিন রাতে আকস্মিক তার (ইনসান) উপর হামলা চালায়। তাকে রক্ষা করতে যায় তার ছেলে নাইম। তাকেও পিটিয়ে আহত করে তারা।
এসময় নাসিমা বেগম তার স্বামী ও ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও বেদম পিটিয়ে আহত করে হামলাকারীরা। নাছিমা মাটিতে লুটিয়ে পড়লে তার বুকে আঘাত করে তারা। হামলায় ইনসাফও রক্তাক্ত আহত হয়। ওই রাতেই নাসিমা একাধিকবার বমি করে। তাদের দুই জনকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় নাসিমার মৃত্যু হয়।
মেট্রোপলিটনের বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, পুরো ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক