কিশোরগঞ্জের ইটনায় গাছে ঝুলন্ত অবস্থায় মামুন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। মামুন এলংজুরী মনসন্তোষ পাড়া গ্রামের আরজু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মামুন ৪/৫ মাস আগে বিয়ে করেছিল। কিন্তু বিয়ের কিছুদিন পর স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে তার মানসিক বৈকল্য দেখা দেয়। এ অবস্থায় কিছুদিন চিকিৎসাও করানো হয়। কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি।
শনিবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে মামুনকে ঘরে পাওয়া যায়নি। পরে বাড়ি থেকে প্রায় একশ গজ দূরে একটি জাম গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
খবর পেয়ে ইটনা নৌ পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে এলংজুরী ইউপি চেয়ারম্যান গোলাপ মিয়া জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর