ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি থানায় মামলা ও সাধারণ ডায়েরি মূলে জব্দকৃত মালিকানাধীন পুরনো ৩০৫টি যানবাহন নিলামের মাধ্যমে প্রায় সোয়া কোটি টাকায় বিক্রি করা হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী পুলিশ সুপার (সার্কেল কর্মকর্তা) ও প্রকৌশলীদের উপস্থিতিতে এসব যানবাহন নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ৯টি থানায় বিভিন্ন সময়ে মামলা ও সাধারণ ডায়েরি মুলে বিভিন্ন ধরণের যানবাহন আটক করে পুলিশ। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে আটককৃত এসব পুরনো যানবাহন ধ্বংস হওয়ার উপক্রম হয়। এজন্য জেলা পুলিশ জেলার নয় থানা, গোয়েন্দা সংস্থার পুলিশ (ডিবি) ও জেলা ট্রাফিক বিভাগের এসব পুরনো যান উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেয়।
গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার সকল থানায় এক যোগে উন্মুক্ত নিলাম ডাকা হয়। কিন্তু আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিলামের প্রথমদিন নিলামের তালিকা থেকে পাঁচটি মোটরসাইকেল সরিয়ে ফেলায় সেখানে দুইদিন নিলাম ডাকা হয়। জেলায় ৩০৫টি যানবাহন উন্মুক্ত নিলামের মাধ্যমে এক কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৫০০টাকায় বিক্রি করে পুলিশ।
থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার (সার্কেল), উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে গঠিত কমিটি উপস্থিতিতে নিলামের উপযোগী প্রাইভেটকার, মোটরসাইকেল, পিকআপ, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা, ট্রাক্টর, রিকশা, বাইসাইকেল, পাওয়ার ট্রিলার, নৌকা ও অন্যান্য যান বিক্রি করা হয়।
এ বিসয়ে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) ইমতিয়াজ আহমেদ বলেন, উন্মুক্ত নিলামের মাধ্যমে জেলা পুলিশ বিভিন্ন ধরণের ৩০৫টি যান এক কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর