ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হকের সহযোগিতায় চরাঞ্চলের দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও ঈশান গোপালপুর ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, পৌরসভার নবনির্বাচিত মেয়র অমিতাব বোস, আওয়ামী লীগ নেতা খলিফা কামালউদ্দিন, শ্রমিক নেতা ও পৌর কাউন্সিলর গোলাম মো. নাছির, নুরুল ইসলাম মোল্যা, মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বেপারী, নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জেল হোসেন, যুবলীগ নেতা মো. আলমাস হুসাইন, রুকসুর সাবেক ভিপি কাউসার আকন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন