বরিশালে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। সংস্থার বরিশাল জেলা কমিটির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় রবিবার নগরীর সাগরদী সিকদারপাড়া এলাকায় শিশু, নারী ও পুরুষ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা জেলা কমিটির সহসভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রিয় কমিটির মহাসচিব মো. আইউব আলী হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক গোপাল সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষক দৃষ্টি প্রতিবন্ধী মিজানুর রহমান, মনিরুল ইসলাম ও হীরা খন্দকার প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা। পরে নগরীর কাশীপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন, বাবুগঞ্জ কলেজ গেট, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বাকেরগঞ্জে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন