গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ী আক্কেল আলী বিদ্যালয়ের মাঠে রবিবার বিকেলে ফুলবাড়িয়া ইউনিয়নের তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা তাঁতী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার।
উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক লাবিব আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, গাজীপুর জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিন, পৌর তাঁতী লীগের সদস্য সচিব বিল্লাল সরকার, আটাবহ ইউনিয়নের তাঁতী লীগের সভাপতি আনোয়ার মন্ডল প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন