আগামীকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রকাশনা সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-২ আসনের সাবেক এমপি জাহেদ আলী চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে শেরপুর নকলা বিএনপি।
এরই অংশ হিসেবে রবিবার দুপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নকলা উপজেলাধীন গোদামপট্রি মোড়ে দলীয় কার্যালয়ে নকলা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মৃত্যুবার্ষিকী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল। তিন দিনব্যাপী নকলা ও নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
নকলা উপজেলা বিএনপির সদস্য-সচিব মাহমুদুল হক দুলালের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুম জাহেদ আলী চৌধুরীর স্ত্রী ফরিদা চৌধুরী, শেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, বিএনপি নেতা আব্দুল হক তালুকদার।
আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর ইসলাম, আনিসুর রহমান রজব আলী, নালিতাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি, উপজেলা যুবদলের মুরাদুজ্জামান মাসুম, দেওয়ান গোলাম মামুন সফিউল আলম পলাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসন্ন নকলা পৌর বিএনপির সদস্য-সচিব আনোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/এমআই