চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ঘাট এলাকায় কর্মরত লঞ্চ, স্পীডবোট, হোটেল ব্যবসাসহ নানান খাতে কর্মরতদের পদ্মা সেতুর পর্যটনে সম্পৃক্ত করতে হবে। যাতে কর্মসংস্থানের সুযোগ হয়। সরকারের পক্ষ থেকে পদ্মা সেতুকে ঘিরে পর্যটন খাতে ব্যাপক কর্মসূচী নেয়া হয়েছে। শিগগিরই আপনারা সুখবরগুলো পাবেন। ইতোমধ্যে শিবচরের চরাঞ্চলে ১২ একর জায়গায় প্রধানমন্ত্রী দুগ্ধ খামারের কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু করেছে। এতে একসাথে কর্মসংস্থান ও পর্যটনের সুযোগ সৃষ্টি হবে।
সোমবার সকালে পদ্মা সেতুর পর্যটনের জন্য জেলার শিবচরের বাংলাবাজার ঘাট থেকে জেলা প্রশাসনের উদ্যোগে ৪টি ভ্রমণ তরী উদ্বোধন অনুষ্ঠানে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন।
লাল সবুজ রংয়ের ভ্রমণতরীগুলো উদ্বোধনের পর এগুলোতে চড়ে চীফ হুইপসহ নেতৃবৃন্দ ও কর্মকর্তারা পদ্মা নদী ঘুরেন। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মোঃ সেলিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন