কিশোরগঞ্জের ইটনায় নদীতে নিখোঁজের চারদিন পর লঞ্চের লস্কর হৃদয়ের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। হৃদয় হবিগঞ্জের যাত্রা বড়বাড়ি এলাকার আব্দুল আউয়ালের ছেলে।
সোমবার সন্ধ্যায় হৃদয়ের লাশ উদ্ধার করে পুলিশ।
ইটনা থানার উপপরিদর্শক শামসুল হাবিব জানান, গত ২৯ ডিসেম্বর একটি লঞ্চ ভৈরব থেকে যাত্রা করে সুনামগঞ্জের সাচনা যাচ্ছিল। পরদিন ইটনা উপজেলার এলংজুরি বাজারের কাছে গিয়ে লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ইঞ্জিন মেরামত করে গত শুক্রবার সকালে লঞ্চটি ভৈরব ফিরে যাবার পথে এলংজুরি বাজারের শ্মশান ঘাটের কাছে পা পিছলে লঞ্চের লস্কর (লঞ্চের সিড়ি উঠা-নামার কাজে নিয়োজিত) হৃদয় ধনু নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ দুপুর থেকে ইটনা থানার উপপরিদর্শক শামসুল হাবিব ও নৌ পুলিশ গিয়ে স্থানীয় জেলেদেরকে নদীতে নামিয়ে হৃদয়ের সন্ধান করেন। পরে সন্ধ্যায় জেলেদের জালে হৃদয়ের লাশ উঠে আসে। এ সময় হৃদয়ের পরিবারের লোকজনও উপস্থিত ছিল বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন