কুড়িগ্রামের সদর উপজেলায় দুই মাথা ও চার চোখের একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের কালে গ্রামের শাহেদা বেগমের একটি গাভী ওই বকনা বাছুর প্রসব করে।
অস্বাভাবিক ওই বাছুরটি দেখতে শাহেদা বেগমের বাড়িতে দুপুর থেকে বিকেল পর্যন্ত উৎসুক জনতার ভিড় দেখা যায়।
গাভীর মালিক শাহেদা বেগম বলেন, আমার বাড়িতে পালিত গাভী অস্বাভাবিক বাছুর জন্ম দেয়। সেটি দেখতে দূর-দূরান্ত থেকে অনেক মানুষ আসছেন। আমি বিদেশি ষাড়ের মাধ্যমে প্রজনন করলে এই গাভী গর্ভ ধারণ করে। দীর্ঘ আট মাস ২৩ দিন পর গাভীটি দুই মাথা ও চার চোখ বিশিষ্ট একটি বকনা বাছুর প্রসব করে।
এলাকাবাসী জানান, বকনা বাছুরটি জন্মের পর থেকেই কয়েক ঘণ্টায় গাভীর দেড় কেজি শাল দুধ খেয়েছে।
এ ব্যাপারে জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মকবুল হোসেন জানান, হরমোনজনিত অসামঞ্জস্যতার কারণে গাভীর পেটে এরকম বাছুরের প্রজনন হয়। এছাড়া প্রজননগত কারণে এরকম অস্বাভাবিক বাছুর প্রসব হতে পারে।
বিডি প্রতিদিন/এমআই