বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, সমাজে শান্তি স্থাপন করা মসজিদ স্থাপনের সমান। এমন কোন কাজ করা যাবে না যাতে সামাজিক বিচ্ছৃংখলা সৃষ্টি হয় বা অন্যের শান্তি বিঘিœত হয়। এমন কোন কাজ বরদাশত করা হবে না। বুধবার সকালে মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএমপি কমিশনার।
তিনি আরও বলেন, আইনের বাইরে কোন কিছু করার অধিকার কারো নেই। আদালতের রায় ছাড়া কাগজকলম দেখে রায় দেয়ার অধিকার আমাদের নেই। কেউ কারো দখলকৃত সম্পত্তিতে আদালত প্রক্রিয়া ব্যতিত জোরপূর্বক প্রবেশ করতে পারবে না। ফৌজদারি অপরাধ দানা বাঁধার আগেই তা দমন করতে পুলিশ কাজ করে যাচ্ছে।
উপ-কমিশনার (দক্ষিন) মো. মোকতার হোসেনের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমপির অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম। কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএমপির কোতয়ালী জোনের কর্মকর্তা, কোতয়ালী মডেল থানার কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ ও সুশীল সমাজ নেতৃবৃন্দসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন