২০ জানুয়ারি, ২০২১ ১৬:২৭

বেনাপোল ইমিগ্রেশনে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল ইমিগ্রেশনে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

প্রতীকী ছবি

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে রিন্টু মিত্র নামে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি সাতক্ষীরা সদরের কাটিয়া গ্রামের দেব প্রসাদের ছেলে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুরে অপরিচিত এক লোক হঠাৎ কাস্টমস তল্লাশি কেন্দ্রে আসেন। এরপর নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ তুলে ধমক দেন। এসময় তার আচরণ সন্দেহ হলে ইমিগ্রেশন পুলিশকে খবর দেওয়া হয়। ওসি ইমিগ্রেশনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদে জানতে পারেন নান্টু মিত্র একজন ভুয়া সিআইডি কর্মকর্তা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, খোঁজ-খবর নিয়ে জানা গেছে আটক ব্যক্তি বিভিন্ন মামলার আসামি। সে নাম পরিবর্তন করে ভুয়া সিআইডি পরিচয়পত্র তৈরির মাধ্যমে বেশ কিছুদিন ধরে সীমান্তে প্রভাব বিস্তার করছিল। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর