ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে ও আব্দুল কুদ্দুস মাস্টারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্কুল এন্ড কলেজের সভাপতি কাজী রুবাইদা খানম।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা কাজী হারিছুর রহমান, শফিকুল ইসলাম কলেজের উপাধ্যক্ষ মো. জহির উদ্দিন, আমেনা বেগম মাদ্রাসার সুপার মোখলেছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক বাবু, যুবলীগ সভাপতি রফিক মাস্টার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, আমজাদ হোসেন, স্কুলের শিক্ষক জাহানারা বেগম, এনায়েত উল্লাহ, মহিউদ্দিন, সুহেল মিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন