২৮ জানুয়ারি, ২০২১ ১৬:৪৩

নেত্রকোনায় করোনার টিকা প্রদান বিষয়ক সভা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় করোনার টিকা প্রদান বিষয়ক সভা

নেত্রকোনায় করোনাভাইরাস প্রতিরোধ পরিস্থিতি পরিবীক্ষণ ও জেলা পর্যায়ে ত্রাণ কার্যক্রম সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে করোনার টিকা প্রদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা।

টিকা প্রদান বিষয়ে পার্শ্বপ্রতিক্রিয়া সহ নানা বিষয়ে আলোচনা করেন সিভিল সার্জন ডা. সেলিম মিয়া, পুলিশ সুপার আকবর আলী মুন্সি, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এস এম মাহবুবুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, সাবেক জেলার সিভিল সার্জন ডাক্তার সাহিদ উদ্দিন স্বপন, সাংবাদিক সঞ্জয় সরকার, আলপনা বেগম, ভজন দাস, কামাল হোসাইন, পল্লব চক্রবর্তী, স্বাবলম্বীর প্রতিনিধি কোহিনুর বেগম।

এছাড়াও সভায় স্বাস্থ্য বিভাগসহ সকল সরকারি-বেসরকারি পর্যায়ের প্রধানসহ স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর