২৮ জানুয়ারি, ২০২১ ১৭:৩৩

খুলনায় ৯০ কোটি টাকার সাপের বিষসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ৯০ কোটি টাকার সাপের বিষসহ আটক ৩

খুলনা নগরীর জিরো পয়েন্ট থেকে প্রায় ৯০ কোটি টাকার সাপের বিষসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-পাবনার নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার, ইব্রাহিম পরামাণিকের ছেলে লুৎফর রহমান ও যশোরের রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস।

জানা যায়, তাদের নিকট থেকে কাঁচের জারে থাকা ১২ পাউন্ড সাপের বিষ তরল ও পাউডার অবস্থায় উদ্ধার করা হয়েছে। সিল করা প্রতি জারের গায়ে ‘মেইড ইন ফ্রান্স’ লেখা রয়েছে। আটক ব্যক্তিদের র‌্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, আটক ব্যক্তিরা এই সাপের বিষ অন্য কাউকে পাচারের জন্য অপেক্ষা করছিল। যাদের কাছে এই সাপের বিষ দেওয়ার কথা, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। ফ্রান্স থেকে আনার পর এসব বিষ উচ্চপর্যায়ে মাদক সেবন বা প্রস্তুতকাজে ব্যবহৃত হতে পারে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর