মেহেরপুর ডিবি পুলিশ পৃথক দু'টি মাদকবিরোধী অভিযানে গেলাম জাকারিয়া ওরফে আব্দুল আওয়াল, মিলন হোসেন ও কাবিরুল ইসলাম নামের তিনজনকে আটক করেছে।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে গাংনী উপজেলার কল্যাণপুর মন্ডল পাড়া থেকে ১৩ বোতল ফেনসিডিলসহ কাবিরুল ইসলামকে আটক করে। তার বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ক্যাম্প পাড়া এলাকা থেকে গোলাম জাকারিয়া ও মিলনকে আটক করা হয়।
মেহেরপুর ডিবি পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি’র একটি দল মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি ক্যাম্প পাডা এলাকা থেকে গোলাম জাকারিয়া ওরফে আব্দুল আওয়াল এবং মিলনকে আটক করে, এসময় দুই ব্যক্তির কাছ থেকে ২৭ পিস ইয়াবাসহ ৮হাজার ৪শ টাকা উদ্ধার করা হয়। আটক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে থানায় আরো পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ