কক্সবাজারের টেকনাফে র্যাপিড ব্যাটালিয়ন (র্যাব-১৫)-এর সদস্যরা অভিযান চালিয়ে ১টি দেশীয় ওয়ানশুটার গান এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এসময় রোহিঙ্গাসহ দুই জনকে আটক করা হয়। কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক(মিডিয়া) ও এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কতিপয় মাদক কারবারি টেকনাফ থানাধীন কেরনতলী স্থলবন্দরের নিকটবর্তী সাইরংখাল ব্রীজের পশ্চিম-উত্তর পাশে টেকনাফ-কক্সবাজার পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে দুইজনকে আটক করা হয়।
তিনি জানান, আটককৃতরা হলেন টেকনাফ পৌরসভা মধ্যম জালিয়াপাড়া, ৮নং-ওয়ার্ডের মৃত তৈয়ব আলীর ছেলে মোঃ আলম (৩৫) ও হ্নীল ইউনিয়নের মোচনী ক্যাম্প-২৬, ব্লক-এইচ, এমআরসি নং ৩৬৩৪৪ এর বাসিন্দা মোঃ রেদওয়ানের ছেলে রোহিঙ্গা মোঃ আজিম (২০) আটক করা হয়। এসময় তাদের সঙ্গীয় ৫জন দৌড়ে পালিয়ে যায়।
আটককৃতদের পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা জানায়, তাদের নিকট দেশীয় অস্ত্র-গোলাবারুদ আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃতদের দেহ তল্লাশী করে ১টি দেশীয় ওয়ানশুটারগান এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা কুখ্যাত ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করে টেকনাফ এর বিভিন্ন এলাকায় অপকর্ম সাধনসহ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে।
তিনি আরও জানান, আটককৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফাতারের চেষ্টা অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ