বরগুনায় করোনার টিকা গ্রহণের পঞ্চম দিন বৃহস্পতিবার পর্যন্ত ২৩২২ জন ভ্যাকসিন নিয়েছেন। বরগুনা জেনারেল হাসাপাতালে গিয়ে দেখা গেছে, নিবন্ধনকারীদের সারিবদ্ধ লাইন। আগ্রহ নিয়ে বিভিন্ন পেশার নারী-পুরুষদের উপস্থিতি লক্ষ করা গেছে।
বৃহস্পতিবার বরগুনা জেনারেল হাসাপাতালে বিভিন্ন জাতীয় গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ৩৫০ জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া জেলার আমতলীতে ১৮৮, বামনায় ১১৯, বেতাগীতে ৫৮ এবং পাথরঘাটায় ৪১৭ জন টিকা গ্রহণ করেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় ৭ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩২২ নিবন্ধনকারীদের মধ্য বরগুনা সদরে ১০৫০, আমতলি ৩৪৯, বামনায় ২৫৯, বেতাগীতে ২৬০ এবং পাথারঘাটায় ৪৫৪ জন টিকা গ্রহণ করেছেন।
সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বাংলাদেশ প্রতিদিনকে জানান, সাধারণ মানুষের মধ্য টিকা গ্রহণের আগ্রহ আমরা লক্ষ করছি। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি না হওয়ায় মানুষের মনোবল বৃদ্ধি পাচ্ছে। এ কারণে তাদের আগ্রহও বাড়ছে।
বিডি প্রতিদিন/এমআই